আষাঢ়ের শেষ আকাশের চোখে
একফোঁটা নেই জল
পুড়ছে শরীর পুড়ছে সবুজ
মানুষের চোখ ছলছল।
উত্তরে বন্যা দক্ষিণে খরা
প্রকৃতি হয়েছে ভিন্ন
বৃষ্টির অভাবে হবে না চাষ
জুটবে না দু'মুঠো অন্ন।
কৃষকের হাসি নিকড়ে নিয়ে
শরীরে রক্ত ঘাম
তাপের দহনে পুড়ে ছারখার
জীবনের নেই দাম।
আকাশ জুড়ে মেঘের দোতারা
বাজায় যে ভগবান
শুনছো প্রভু ওগো দয়াময়
এ যে প্রকৃতির অপমান!
দাও বৃষ্টি দাও বৃষ্টি -
কাঁদছে যে জনগণ
তোমার দয়াতেই হয় সৃষ্টি
কেন করো তবে পণ!
*****
রচনাকাল -
১০ই জুলাই ২০২৪