মেঘ নারী হতে চায়
মেঘ কখনও কী নারী হতে পারে?
মেঘ আজীবন বালিকাই ...
নদীর সাথে সোহাগের গল্প করে
সহজেই মিশে যেতে পারে নদীর স্রোতের সাথে
মেঘের গর্জনে ভয়ে কাঁপে শৈশব!
মেঘ বালিকার খেয়ালিপনায় নামতে পারে হঠাৎ বৃষ্টি
দুষ্টু বুদ্ধির একশেষ ...
মেঘ কখনও নারী হতে পারবে না।
শরতের শিউলি গন্ধ -
কাশফুলের শুভ্রতায় হৃদয় উল্লসিত হয়
মাঝে মাঝে মেঘ বালিকার দুষ্টুমিতে এক পশলা বৃষ্টি।
******
রচনাকাল -
১১ অক্টোবর ২০২৩