কৃষকের হাঁটুতে ধরে না বাত
মেরুদণ্ড থাকে সোজা
সারাটা দিন করে পরিশ্রম
মাথায় রয়েছে বোঝা।

ধনীর আছে ধন দৌলত
ঘর ভর্তি টাকা
সারা শরীরে রোগের বাসা
টাকাই উড়িয়ে ফাঁকা।

নেই ভ্রুক্ষেপ নেই আক্ষেপ
গদির বিছানায় শোওয়া
ছেঁড়া মাদুরে গরীব ঘুমায়
যাবে না কিছুই খোওয়া।

ঠান্ডা বাড়ি ঠান্ডা গাড়ি
বিলাস বৈভবের জীবন
গরীবের আছে ভাঙা কুটির
লিখছে সদাই মরণ।

টিমটিম জ্বলে প্রদীপ শিখা
আঁধারে ডুবেছে গ্রাম
ঠাকুর দালানে গাইছে সবাই
হরে কৃষ্ণ হরে রাম।

      *****

রচনাকাল -
১৪ই নভেম্বর ২০২৪