শীতের বেলা বসবে মেলা
দুচোখে খুশির রঙ
মেলা মানে নাগরদোলা
কেউ বা সাজবে সঙ।
হরেক রকম খাবার পাবে
এগরোল ফুচকা ডিম
খেলনা পুতুল রঙিন বেলুন
দেখবে ছোটা ভীম।
শীতের চাদর গায়ে জড়িয়ে
ঘুরবো মেলার মাঠ
গরম গরম জিলাপি ভাজা
খাবো চিকেন চাট।
গ্রাম বাংলায় এখনও আছে
শীতের নানান মেলা
মকর সংক্রান্তি পৌষ পার্বণ
সাগর পারের বেলা।
মেঠো রোদ্দুর পেরিয়ে এসে
খুঁজছে একটু সুখ
মেলায় হাজির সব মানুষই
ভুলবে সকল দুখ।
*****
রচনাকাল -
১২ই নভেম্বর ২০২৪