যাদু খেলায় পাবে চমক
ঝোলার ভিতর মজা
হরেক রকম যাদুর খেলায়
মানুষ বসবে সোজা।
ছেলে বুড়ো সবাই মিলে
দেবে করতালি
চমকের পর চমক আছে
ভরা কলসিও খালি।
ম্যাজিক খেলা দেখলে পরে
চোখে লাগবে ধাঁধা
মানুষ কেটে দু ফাঁক হবে
পাখিও হবে গাধা।
ভাঙা কলসি দেবে জুড়ে
মঞ্চে ছুটবে গাড়ি
চোখের পলকে ভ্যানিশ হবে
আস্ত একটা বাড়ি।
যাদু দেখিয়ে বিশ্ব মঞ্চে
বাঙালি পেয়েছেন খ্যাতি
পি সি সরকার নামটি তাঁর
বিশ্বে ছড়ায় জ্যোতি।
******
রচনাকাল -
১৫ই জুলাই ২০২৪