শ্রমিকদের বেঁধে দিয়েছ হাত
শরীর রক্ত শূণ্য -
তবুও মুখ দিয়ে ওঠে রক্ত
বুকের পাঁজরে আজ ইতিহাস বন্দী।

কর্মহীন লক্ষ কোটি শ্রমিক -
মে দিবসের মানে ভুলে গেছে শ্রমিকদের দল
কলকারখানার গেটে গেটে তালা ঝুলছে
দু'চোখের দৃষ্টিতে ক্রমশ আঁধার নেমে আসে।

মে দিবস জিন্দাবাদ, মে দিবস জিন্দাবাদ
এই ধ্বনিতে মুখরিত হয় না শ্রমিকদের মুখের ভাষা
কান্না ভেজা চোখ দেখার কেউ নেই
অভুক্ত ইতিহাসের পাতায় পাতায় আজ মৃত শ্রমিকের কান্না লেখা আছে।

          *******

রচনাকাল -
২৯ শে এপ্রিল ২০২৪