শরীর থেকে খসে পড়ছে মাংস
রক্ত শুন্য মানুষ -
কঙ্কাল কথা বলার জন্যে উন্মুখ
যন্ত্রণায় ছটফট করছে অন্তরআত্মা।
কঙ্কাল কুরে কুরে খায় দারিদ্র্য
অভাব পিছু ধাওয়া করছে চিরকাল -
অন্ধ চাঁদের আলোয় জোছনার মরা নদী
ঐ আলোতেই সব্বাই জীবনে রঙ লাগাতে চায়।
ফিকে হয়ে আসে সূর্য কিরণ -
সাঁঝের প্রদীপের আলোয় অন্ধকার কাটে না
তবুও সন্ধ্যা প্রদীপ জ্বালাতেই হয়
অন্ধকার কাটুক না কাটুক মানুষ আজও বিশ্বাস করে
মাটির স্বর্গে চাঁদ একদিন নামবেই নামবে।
******
রচনাকাল -
১৪ই জানুয়ারি ২০২৫