উত্তুরে হাওয়ার দাপট শেষ
নীরবে বাড়ছে গরমের দাপট -
কঙ্কাল থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে অবিরাম
তবুও মাটির গন্ধ ভুলতে পারে না কৃষক।
রোদ্দুরে পুড়ে যাচ্ছে শরীর
ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে
কতো নবান্ন উৎসব পেরিয়ে যায়
তবুও সুখের প্রদীপ জ্বালানো গেল না আজও...
হাসি মুখে মেনে নিয়েছি সব
ঝড় ঝাপটা উপেক্ষা করে মাটিকে জড়িয়ে ধরি
মাটির গন্ধে শরীর আনচান করে
মাটিকে চিরকালই মা জেনে এসেছি।
******
রচনাকাল -
২৮শে মার্চ ২০২৫