মাটিতে ঘুমায় গরীব শিশু
শীতেও শরীর খালি
কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে
গায়েতেই ধুলো বালি।

গ্রাম্য জীবন সহজ সরল
অভাবের ধুলো গায়
কাজের তাগিদে মাও বাইরে
সংসারে আছে দায়।

ঋণের বোঝা কমে না কখনও
শরীরে অভাবের ছাপ
শীর্ণ শরীর ঠান্ডায় কাঁপে
বলছে বাপ রে বাপ।

মাটির গন্ধ শরীরে মেখে
উঠেছে কোন্ ভোরে
দেবতা জানে গরীবও বাঁচবে
থাকে না কখনো ঘোরে।

প্রতিদিন ওঠে নতুন সূর্য
প্রতিদিন আছে ভয়
গরীব শিশুরা মাকে ছাড়াই
পৃথিবী করবে জয়।

     ******

রচনাকাল -
১১ই জানুয়ারি ২০২৫