মাটির সাথে বলছি কথা
মাটিও বোঝে ভাষা
ভোরের শিশির মাটির বুকে
শোনাবে নতুন আশা।
কৃষকের মুখে রক্ত ওঠে
তবুও কৃষক হাসে
সবুজ বনানী ফসলের মাঠ
ওদেরকেই ভালোবাসে।
বন্ধ্যা মাটিও কৃষকের ছোঁয়ায়
ফলায় সোনালী ধান
মাটির ভাষা কৃষকই বোঝে
নেই কোনো অভিমান।
কাদা মাটিতেই ঘর সংসার
উপোসেও কাটে রাত
শ্রমের মূল্য দিতেই হবে
তবেই জুটবে ভাত।
ভোরের আলোয় আলোকিত হয়
কৃষকের কুঁড়ে ঘর
একমুঠো সুখ দেয় ভুলিয়ে
দুঃখ ব্যথা জ্বর।
******
রচনাকাল -
০৬ অক্টোবর ২০২৩