সব্বাইকে তুমি বসালে রাজ সিংহাসনে
শুধু আমার বেলায় মাটির আসন -
ছেঁড়া বিছানা, ছেঁড়া পোশাক, ভাঙা কুটির
এই কী আমার প্রাপ্য ছিল!

ধ্বংসাবশেষ থেকে মুখ তুলতে চেষ্টা করেছি বহুবার
পারি নি একবারও -
একমুঠো অন্ধকার ছুঁড়ে দিয়েছো আমার দিকে
নষ্ট জন্মের অঙ্গীকার লিখে দিলে কপালে।

ঈশ্বর, তোমার কাছে কোনো অভিযোগ নেই
জীবন কাব্যটা যেন কুরুক্ষেত্র হয়ে গেল
ধূসর যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে আছে মহাভারতের পাণ্ডুলিপি
এমন করুণ দৃশ্যের সামনে জীবনটাকে দাঁড় করিয়ে দিলে কেন?

পাণ্ডুলিপির পাতায় পাতায় রক্তাক্ত অক্ষরগুলো ছটফট করে
ফসিল শরীরটাকে অনাহূত মনে হয়
মাটির আসনে ঘুণ ধরেছে -
তবুও শরীরটা এলিয়ে দিই ঐ আসনেই।

         ******

রচনাকাল -
১৭ ই জুন ২০২৪