ছোট্ট গাঁয়ে মাটির জীবন
আছে হাজার কষ্ট
তবুও হাসি লেগেই আছে
সুখ হয় না নষ্ট।

কোকিল ডাকে গাছের ডালে
গাইছে পাখি গান
বসন্ত দিন শিমুল পলাশ
প্রকৃতির অবদান।

গাঁয়ের মাটি সত্যিই খাঁটি
জীবন সহজ সরল
এই মাটিটাই প্রাণের খোরাক
নেই একটুও গরল।

দু'মুঠো অন্নে ক্ষুধা মেটায়
নেই বিলাসিতা সুখ
জীবনের রঙ হয় না রঙিন
তবুও হাসি মুখ।

মাটিকে সবাই জননী বলে
করে ওরা কৃষিকাজ
সারাদিন মাঠে করে পরিশ্রম
শ্রমেতে নেই তো লাজ।

        *****

রচনাকাল -
১৫ই মার্চ ২০২৪