টুকরো টুকরো অভিমান গুলো পুড়ে ছারখার হয়
নতজানু হয় ভোরের আকাশ মানুষের হবে ক্ষয়।

পুকুরের জলে কাটছে সাঁতার জলঢোঁড়া যতো সাপ
উড়ছে পাখিরা নীল গগনে মানুষের নেই মাপ।

কান পেতে শুনি দেবতা ঘুমায় নেই কোনো সাড়া শব্দ
অসহায় মানুষ বিষাদে বাঁচে এবার হবে যে জব্দ।

পাখির ডানায় কঠিন অসুখ মানুষেরও আছে কষ্ট  
মিছিলে হাঁটে লক্ষ মানুষ সুখের বন্দরও নষ্ট।

শরতের মেঘ আকাশ জুড়ে এসেছে আগমনী দিন
দুঃখের দিন হবে অবসান শোধ হবে যতো ঋণ।

            ******

২৮ আগস্ট ২০২৩