প্রজাপতির ডানায় বসে
গাইছে জোনাকি গান
সাঁঝের বেলায় সবাই মিলে
করছে শিশির পান।

রাত্রি হলে টুংটাং সুরে
মৌমাছি ঠুংরি ধরে
জীব জগতের রাত পাখিরা
আয়েস ওরাও করে।

সারাদিন সব খাবার খোঁজে
ওড়ে ফুলের বনে
মধু পেলেই চায় না কিছুই
হাসে মনে মনে।

মানুষ কতো কষ্টে বাঁচে
নেই তো মনে সুখ
পাখির মতো চায় যে ডানা
মিটবে কী আর ভুখ?

জোছনা আলো ছড়িয়ে পড়ে
সবুজ বনানীর কোলে
মানুষ বড় লোভী প্রাণী
লোভ কেমনে ভোলে!

     *****

রচনাকাল -
০১ জানুয়ারী ২০২৪