পাখিরা ঘুমোয় রাত্রি হলে
মানুষের আসে না ঘুম
বুকের ভিতরে শব্দ ওঠে
দুম দুম দুম।

অচিন পাখি উড়ছে আকাশে
উল্লাসে গায় গান
মানুষের ভাষা বোঝে না মানুষ
কষ্টে যাবেই প্রাণ।

পাখিরা করছে কিচিরমিচির
শেখো ওদের ভাষা
বন্ধু করে আকাশে ওড়াও
দেবে বাঁচার আশা।

নষ্ট সময় হাতছানি দেয়
ভাঙন হৃদয় জুড়ে
ধর্ম নিয়ে রাজনীতি নয়
পাখিরা ঘুমোয় নীড়ে।

        ******

রচনাকাল -
৪ঠা জুন ২০২৪