বড্ড অভাব ভাঙা জ্যোৎস্না
ঘুম আসে না রাতে
মজুর শ্রমিক ভোলো অভিমান
মেরো না কাউকে ভাতে।

শ্রম দিতে চায় কলকারখানায়
সবই এখন বন্ধ
দু'বেলা ভাত জোটানো কঠিন
মজুর হয়েছে অন্ধ।

ঘুরছে মাথা শরীরে ব্যথা
হৃদয়ে অলীক জ্বর
সভ্যতা আজ মুখ ফিরিয়ে
দুঃখে ভরা ঘর।

রাত্রি কাটায় জোনাকির সাথে
ওদের আলোতে আলো
দুঃসহ আঁধার আসে না প্রভাত
সব্বার হবে কী ভালো?

নতুন বছরে মজুর হাসবে
ভুলে যাবে অভিমান
আঁধার কেটে নতুন প্রভাতে
গাও জীবনের গান।

         *****

রচনাকাল -
০৪ জানুয়ারী ২০২৪