মগজ দিয়ে করলো ওঁরা
দেশের মহান কাজ
পৌঁছে গেল চাঁদের দেশে
দেখলো চাঁদের সাজ।

মগজ দিয়ে বিচার করো
ভালো কিংবা মন্দ
সত্যের জয় হবেই জেনো
ভাবতে লাগে ধন্দ!

মগজ দিয়ে গোয়েন্দাগিরি
হয় না সবার দ্বারা
মগজই হল আসল অস্ত্র
খুনীরা পড়ে ধরা।

মগজ ধোলাই কাকে বলে
সত্যজিৎ রায় জানে
চলচ্চিত্রে পেলেন অস্কার
সবাই গুরু বলেই মানে।

কূটনীতিতে লাগে মগজ
সেখানে আছে যুদ্ধ
শান্তির বানী প্রচার করে
হৃদয়ে আছেন বুদ্ধ।

     *****

রচনাকাল -
২৫ নভেম্বর ২০২৩