দিন দিন শুকিয়ে যাচ্ছে শরীর
সরীসৃপের মতো বুক ঘষে ঘষে চলেছি
মুক্ত মঞ্চে কবিতা পড়বো কথা ছিল
কিন্তু কবিতা পড়া হয় নি।
শরীরের প্রতিটি শাখা প্রশাখায় ঘূণ ধরেছে
মধ্যবিত্ত উপবাসে শরীর ক্ষয় হয় না
বরং দিনকে দিন কষ্টের আয়ু বেড়ে যায়
মুখস্ত কবিতাও গলায় আটকে যাচ্ছে ক্রমশ।
মধ্যবিত্ত টানাপোড়েনে জীবনের সব রঙ ফিকে হয়ে গেছে
জ্বলন্ত আগুন গিলে খাচ্ছে মানুষ -
একমুঠো অঙ্গীকার লিখে রাখি হিসাবের খাতায়
যদি কোনো দিন মাথা উঁচু করে কবিতা বলতে পারি।
******
রচনাকাল -
২২শে জুলাই ২০২৪