চিতায় জ্বলছে শরীর
আত্মীয়, অনাত্মীয়
শ্মশান চিতা জ্বলছে দাউদাউ।
ধীরে ধীরে উবে যাচ্ছে শরীর
ধোঁয়ায় মিশছে মানুষের দীর্ঘশ্বাস
সারা জীবনের কষ্ট
সারা জীবনের যন্ত্রণা ...
আগুনের সাথে কথা কয় লাশ
মধ্যবিত্ত মানুষ -
হিসেবে গোলমাল চিরকাল
মেলাতে পারে না কখনও দুঃখ কষ্টের অঙ্ক।
সব হিসেব আগুন গিলে খায়
মধ্যবিত্ত আগুনে পুড়ে ছারখার যৌবনের নদী
কান্না পুড়ছে, আপনজন ছাই হয়ে যায় দূর নীলিমায়।
******
রচনাকাল -
১০ ডিসেম্বর ২০২৩