ভাঙা চশমায় ধূসর জীবন
জানালায় দাঁড়িয়ে একা
সন্ধ্যার চাঁদ ডুবেছে আগেই
আয় কাছে আয় খোকা।
পরবাসে আছে স্নেহের খোকা
আজও ফেরে নি ঘরে
একটি বছর দুটি বছর ...
অতীত হাতড়ে মরে।
শৈশব দেখে দুখিনী জননী
খুশিতে ভরা সে দিন
ভাবছো নাকি শোধ করবে
মায়ের দুধের ঋণ!
জ্যোৎস্নার রঙ নিকষ কালো
ভালোবাসা হয়েছে অন্ধ
খোলা জানালায় প্রহর কাটে
স্নেহের দুয়ার নয় বন্ধ।
ভোরের বাতাসে শিশির এসেছে
সন্তান ভুলেছে ঘর
মায়ের চোখে কান্না মুছিয়ে
থামাবে হৃদয় ঝড়!
******
৩১ আগস্ট ২০২৩