বিব্রত রাত ফিসফিসিয়ে কথা বলে -
মাতৃভাষার জন্যে লড়াই করছে আজীবন
ভাষা আনদোলনে শহীদ হয়েছেন কতো তাজা প্রাণ
বাংলা ভাষা হৃদয়ের কথা বলে।

কুয়াশার আঁধার পেরিয়ে হাঁটছে ভাষা শহীদ
জলতরঙ্গের শব্দের মতো বাংলা ভাষার মাধুর্য চিরকাল
চোখের জলে কান্না লিখে হয় কাব্য
প্রভাতের আলোয় আলোকিত হয় শহীদ মঞ্চ।

মাতৃভাষার অধিকার প্রতিটি মানুষের -
কবিতার ক্যানভাসে জন্ম নেয় অসাধারণ কাব্য
সারা পৃথিবী জুড়ে লক্ষ কোটি কবি সাহিত্যিক আজও বেঁচে আছে
বাংলা ভাষার আঙ্গিনায় মাতৃভাষাকে কেউ কাড়তে পারবে না।

            ******

রচনাকাল -
২১শে ফেব্রুয়ারী ২০২৪