আকাশ পথে দেখছি মাকে
আসছে ঘোড়ায় চড়ে
কাশফুল আর শিউলি ফুল
খুশিতে হাওয়ায় নড়ে।
সাত সমুদ্র তেরো নদী
নয়তো বেশি দূর
পুজোর ক'দিন আসবে ঘরে
হৃদয়ে শারদীয়ার সুর।
পেঁজা তুলোর মেঘগুলো সব
কোথায় ভেসে যায়
শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধা
এই কটা দিনই খায়!
দুঃখে ভরা এই পৃথিবী
কান্নায় নেই খাদ
একটু তোমার চাই যে আশীষ
নিও না অপরাধ।
মা আসছেন মাটির ঘরে
দুয়ারে জ্বালাও আলো
কষ্ট ব্যথা দাও ভুলিয়ে
সবার করো ভালো।
******
রচনাকাল -
১২ অক্টোবর ২০২৩