ফুলকপি ওলকপি মুলো পালং
পাবে শীতের সবজি
শীতকালেই সব মানুষই
খাবে ডুবিয়ে কবজি।

সারা বছর সব সবজির
ভীষণ রকম দাম
শীতেই তবু একটু সস্তা
কৃষক ঝরায় ঘাম।

       *****