কথার খেলাপ সবাই করে
ক'জন রাখে কথা
হৃদয় দুয়ার খুলে দেখা
দেখবে দুঃখ ব্যথা।

কথা দিয়ে কথা রাখা
ভীষণ কঠিন কাজ
একমুঠো সুখ পাবেই পাবে
রেখো না কথায় ভাঁজ।

মিথ্যেবাদী সাজবে কেন
কথার খেলাপ করে
ভালো কাজে পুণ্য আছে
হৃদয় উঠবে ভরে।

ভালো মানুষ খারাপ মানুষ
যায় না সহজে চেনা
ঠগ মানুষের পড়লে হাতে
বাড়বে শুধুই দেনা।

মুক্তির স্বাদ কেড়ে নিয়ে
কী সুখ তোমরা পাও
কথার খেলাপ অনেক হল
মানুষকে বাঁচতে দাও।

         ******

রচনাকাল - ১৪ সেপ্টেম্বর ২০২৩