অক্ষরগুলো শুকিয়ে নেব রোদের তাপে
কবিতা হয়ে জন্ম নেবে কলম থেকে
কবি জন্ম সার্থক এক লহমায়
কলম সাদা কাগজ আর মাথা
রাতের গভীরে একটা জন্ম
তার নাম কবিতা কবিতা
ভোর হয় কবি ঘুমায়
কবিতা যেন গোলাপ
অক্ষর ছন্দময়
জীবনের গল্প
সুখ দুঃখ
রূপকথা
কবিতা
হয়
যে।
******
রচনাকাল - ১১ জানুয়ারী ২০২৪