ঘন কুয়াশা কেটে গেছে -
আকাশে মেলছে কোকিলের স্বরলিপি
বসন্ত উৎসব ফিকে হতে হতে চৈত্রের আবাহন।
দখিনা হাওয়া ঝড় খুঁজে ফেরে
নীল ভ্রমরা ফুলের বন্দরে ঘুরে বেড়ায়
দূর থেকে ভেসে আসে বসন্তের গান।
ভুখা ঘাসের কান্না শোনা যায়
শিশির শুকিয়ে গেছে প্রকৃতির রোষে
জীবন থেকে হারিয়ে যাচ্ছে আলোর রোশনাই।
জানি সব্বার জীবনে বসন্ত আসবেই
কোকিলের ডাকে ভোরও হবে
হৃদয়ের উঠোন জুড়ে জ্বলবে খুশির রঙমশাল।
******
রচনাকাল -
১৮ই মার্চ ২০২৫