যা কিছু লিখি সেগুলো কী কবিতা
না কি কবিতার কঙ্কাল -
অর্থহীন দুর্বোধ্য শব্দের কিচিরমিচির
ক'জন বোঝে আধুনিক গদ্য কবিতার আস্ফালন।
বিমর্ষ রোদ্দুরে শুয়ে আছে কবির দল
অভিধান ঘেঁটে ঘেঁটে ক্লান্ত -
আধুনিক শব্দের বর্ণপরিচয় এখন বোবা
কবিতার প্রতিটি অক্ষর থেকে জন্ম হয় বিস্তীর্ণ কবিতা রাশি।
মেঘ জমা বিকেলে কবিতার আসর বসে
কবিদের সাম্মানিক অনুষ্ঠানে শুধুই সেলফি তোলার প্রতিযোগিতা
ক'জন শোনে মঞ্চের কবিদের ভাষণ -
কবিতার কঙ্কালসার চেহারা তখনই স্পষ্ট হয়ে যায়।
******
রচনাকাল -
২৫শে সেপ্টেম্বর ২০২৪