অশ্রুর জ্যোৎস্নায় খেলা করে কবিতার শব্দ
জলতরঙ্গের ছন্দে তৈরী হয় বিস্তীর্ণ কবিতা ভূমি
শব্দ অক্ষর দিয়ে গড়ে ওঠে বর্ণপরিচয়ের ভাষা
সুখের চরে কবিরা শুয়ে থাকে কবিতা দিবস পালনের জন্যে।

বুকের পাঁজরে বন্দী হয় সভ্যতার নদী
গভীর রাতে আধখানা চাঁদ গল্প করে কবিদের সাথে
কবিতার বারান্দায় দাঁড়িয়ে আছে পাগল কবির দল
সাদা খাতার উঠোনে অক্ষরের কোলাহল শোনা যায়।

শিমুল পলাশ কৃষ্ণচূড়া রঙ মেখে রঙিন
নীল জোছনার আলোয় শব্দের মূর্ছনা মায়াবী হয়
বর্ণপরিচয় ক্রমশ সাহিত্য হয়ে ওঠে -
কবিদের কলম থেকে নতুন নতুন কবিতা জন্ম নেয়।

      ******


রচনাকাল -
২১শে মার্চ ২০২৪