যারা সুখ চেয়েছিল তারা পায় নি
যারা সুখের প্রত্যাশাই করে নি
তাদের কাছেই সুখ নতজানু হয়েছে।
কালো পাথরের মতো অ-সুখ
সুখ সমুদ্রে ডুবে যেতে ইচ্ছে করে
কিন্তু কোথায় সুখ -
অনাগত সুখের খোঁজে মানুষ পাগল।
সুখ চোখে দেখা যায় না -
ঠোঁটের কোণে দাঁড়িয়ে আছে অসুস্থ রোদ্দুর
ভাঙনও চোখে দেখা যায় না
কোলো পাথরের হৃদয়ে ক্ষত বাড়ছে নীরবে।
*******
রচনাকাল -
১১ই ফেব্রুয়ারী ২০২৫