প্রতিশ্রুতির বহর দেখে
পাচ্ছে খুবই হাসি
এসেছে পুজো হাসবে মানুষ
দুঃখ হবে বাসি।

রঙিন আলোয় ঝলসে যাবে
বিসর্জনের রাত
অভুক্ত দিন হবে অবসান
জুটবে দুমুঠো ভাত।

বিদায় বেলায় চোখের জলে
কান্না কাব্য হয়
প্রতিশ্রুতির মিথ্যে আশায়
মানুষের হয় ক্ষয়।

খোলা আকাশের নীচে মানুষ
এখনও ঘুমায় রোজ
মা দুর্গা পাও কী দেখা
কেউ তো নেই না খোঁজ।

শিশির ভেজা ভোরের আলো
শিউলির কলতান
কাশফুল হাসে শরৎ রোদে
গাও মানুষের জয়গান।

      ******

রচনাকাল -
১৫ই অক্টোবর ২০২৪