উনুন থেকে ধোঁয়া উড়ছে
মোটা চালের গন্ধ ছড়াচ্ছে চারিদিকে
অভুক্ত অভিমান নিষেধ মানে না
ছুট্টে যায় থালা নিয়ে।
শাক সিদ্ধ আর মোটা চালের ভাত
ওদের কাছে ওগুলোই পরমান্ন মনে হয়
প্রতিদিন দু'বেলা জোটে না -
একটু একটু করে মজে যাচ্ছে জীবনের হ্রদ।
ভাঙাচোরা সংসার -
অবহেলা অনাদরে মানুষ হয় সন্তান
হাড় জিরজিরে শরীর, তবুও দু'চোখে রামধনু রঙ
তবুও ওদের খিদে পায় ...
খিদে যে কারুর কথা শোনে না।
*****
৬ অক্টোবর ২০২৩