মাটির দেবতা বৃষ্টিতে গলে না
শ্রমিক মজুর কুলি এদের মধ্যেই দেবতার অধিষ্ঠান
ঝড় বৃষ্টিতে কিচ্ছু আসে যায় না -
এরা রঙ করা মেকি সভ্যতা কখনোই নয়।
রক্ত ঘাম হয়ে ঝরে পড়ে মাটিতে
ভ্রূক্ষেপ নেই কোনো কিছুতেই
বুকের পাঁজরের হাড়গুলো কথা বলতে চায়
মাটির দেবতারা যে মাটির মানুষ।
কষ্টি পাথরের দেবতা মুখ থুবড়ে পড়ে যায়
কেউই দেখেও দেখে না
ওরাই সব্বার অন্ন জোগায়
অথচ ওদের দু'বেলা দু'মুঠো অন্ন জোটে না।
*****
রচনাকাল -
১৯শে জানুয়ারী ২০২৫