শিমুলের ডালে ডাকছে কোকিল
পলাশ হয়েছে লাল
বসন্ত দিন খুলছে দুয়ার
শীতের একি হাল!
জোছনা রাত হালকা শীত
শিশির ভেজা ঘাস
থমকে দাঁড়িয়ে অসুস্থ সুখ
মানুষই ক্রীতদাস।
কষ্টের ইমারত সভ্যতা খোঁজে
সরষে ক্ষেতের বাঁক
হলুদ ভুবন জীবন জুড়ায়
পরিযায়ী পাখির ঝাঁক।
একটা সকাল দখিনা হাওয়া
একটা সকাল শীত
গরীব মানুষ পথের শিশু
গাইছে ভুখার গীত।
বসন্ত দিনে উৎসব হয়
রঙিন সুখের ভোর
কান্নার দিন হবে অবসান
আছে মনের জোর!
*****
রচনাকাল -
১৮ই ফেব্রুয়ারী ২০২৫