হাতটা তোমরা ছুঁয়েই দেখো
যাবে না কোনো জাত
ভালোবেসে জড়িয়ে ধরো
করবেই বাজিমাত।

উলঙ্গ শিশু ডাস্টবিন ঘাঁটে
ঘেন্নায় যেও না সরে
অচ্ছুৎ ভেবে রেখো না দূরে
সভ্যতা হেসে মরে!

ঘুণ ধরেছে সভ্য সমাজে
কান্নাতে হয় ভোর
এমন মানুষ কোথায় আছে
ওরাও পাবে জোর।

অশ্রু মুছিয়ে দু'মুঠো ভাত
কেউ কী দেবে খেতে
ওদের জন্যে উৎসব করো
শিশুরাও উঠুক মেতে।

ভোরের আলোয় স্বপ্ন লিখি
স্বপ্ন সত্যি হোক
ভাবছে ক'জন সুজন বন্ধু
আছে কী এমন লোক?

       ******

রচনাকাল -
১৭ ই মে ২০২৪