সূর্য মেঘের লুকোচুরি
আকাশ ভরা জল
তৃষ্ণা তবুও কেন মেটে না
নেই তো কোনো ছল।
বৃষ্টির আশায় বসে কৃষক
মাথায় ওদের হাত
অনাবৃষ্টি দেখা দিলেই
অনিদ্রায় কাটবে রাত।
আকাশ জুড়ে মেঘের ভেলা
কান্না কাব্য হয়
আর কতকাল কাঁদাবে প্রভু
কাটছে না আর ভয়।
সূর্য মেঘের লুকোচুরি
চিরকালীন খেলা
বৃষ্টি উধাও গ্রামের থেকে
ভেবেই যায় যে বেলা।
ঝড় উঠবে বৃষ্টি নামবে
আশায় বাঁধবে বুক
খুশির সাথে করবে চাষ
কৃষক পাবে সুখ।
*****
রচনাকাল -
৮ই জুলাই ২০২৪