ভাঙা বিশ্বাসগুলো আঁকড়ে আজও বেঁচে আছি
ওগুলো আছে বলে মানুষ আজও বেঁচে থাকে
কিন্তু সে তো ক্ষণস্থায়ী সুখের মত অন্তসার শূন্য।
গরীব জীবনে উন্মুক্ত বাতাস নেই
ঝড় ঝাপটা লেগেই থাকে সারা বছর
ধূসর মেঘে ঢাকা পড়ে গেছে জীবনের স্রোত।
দুই পয়সা রোজগার নেই খরচ তো আছেই
আহত পাখির মতো ছটফট করছে হৃদপিন্ড
ছন্দ বিহীন অর্ধমৃত জীবন।
বিশ্বাসগুলো টুকরো টুকরো হয়ে যায় অলীক জোছনায়
জোনাকি ঘুমিয়ে পড়ে মানুষ ঘুমোতে পারে না
রাত গভীর হলে বিস্তীর্ণ চরাচরে কান্নার মিছিলে সামিল হয়।
******
রচনাকাল -
৮ ফেব্রুয়ারী ২০২৪