কান্নার জমিতে ফসল হয় না -
শ্রমিকদের ভুখা মিছিল আজও অব্যাহত
ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে
তবু ক্রীতদাসের মতো বেঁচে আছে শ্রমিক সমাজ।

বৃষ্টি উধাও, জীবন থেকে হারিয়ে যাচ্ছে ঠোঁটের হাসি
কান্নার জলে উপন্যাস লেখা যায় -
অনুকাব্য হয় না কান্নার জমিতে
বন্ধ কলকারখানার গেটে আর কতকাল ধর্নার বসবে শ্রমিক!

ভাঙা সংসার আরও ভেঙে যায়
অলীক অন্ধকার গ্রাস করছে শ্রমিকদের হৃদপিন্ডে
গৃহহীন, বিবর্ণ অ-সুখ কুরে কুরে খায়
জ্যান্ত লাশের মতো বেঁচে আছে অভুক্ত শ্রমিকের দল।

সময় বদলে গেছে কিন্তু শ্রমিকদের দুর্দশা কাটে নি
জ্যোৎস্না আলোতেও ঘুম আসে না -
একমুঠো সুখের জন্যে আমরণ লড়াই করে চলেছে ওরা।

                 *******

রচনাকাল -
৯ই জুলাই ২০২৪