চোখ থেকে উবে গেছে কাজলের রঙ
তবুও কাজল পরে নারী -
ভালোবাসা পথ চেয়ে বসে
দুপুরের চিলেকোঠা একটু খোঁজে অচিন ভালোবাসা।
চোখে জল টলমল তবুও কাজল হাতছানি দেয়
কাজল পরা চোখে মায়াবী সোহাগ
উপহারে দিও গোলাপের স্পর্শ -
ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আছে ভালোবাসার ঘ্রাণ।
একটু একটু করে সব আলো নিভে যাচ্ছে
জোছনার আলো খুঁজছে প্রেমিকার দল
ভালোবাসা হয় বিপথগামী -
তবুও কাজলের স্পর্শ নিতে চায় নারী।
চাঁদ ডুবে যায় রংচটা সভ্যতায়
শুকতারা এখনও মিটিমিটি জ্বলছে নীল আঁধারে
ভালোবাসা খরস্রোতা নদী হয়ে যায় -
কাজলের রঙ থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে হৃদয়ের বালুচরে।
******
রচনাকাল -
২৫শে সেপ্টেম্বর ২০২৪