পাখির ডানায় কান্না লিখে
হবে না তোদের ভালো
খাঁচার মধ্যে বন্দী জীবন
দেখছে ভুবন কালো।

দূর্বা ঘাসের বুকের পাঁজরে
শিশির বিন্দু শুয়ে
খাঁচায় বন্দী পাখিরা বলছে
মেরুদণ্ড যাবেই নুয়ে।

মাটির গন্ধ ভুলেছে মানুষ
নিঃশ্বাসে ঢুকছে বিষ
মধুর সুরে ডাকবে পাখি
আর দেবে কী শিষ?

আগমনী গান শুনতে হলে
মুক্ত আকাশ চাই
পুজো পুজো গন্ধ এলেই
মায়ের দেখা পাই।

ভোরের পাখি কলতান করে
কাঁদছে খাঁচার পাখি
দাও খুলে দাও খাঁচার দুয়ার
সব্বাই সুখে থাকি।

       ******

রচনাকাল - ২৮ সেপ্টেম্বর ২০২৩