বৃষ্টির জলে মিশে যাচ্ছে শিশিরের শব্দ
নিম্নচাপের প্রভাবে সারাদিন বৃষ্টি -
শরৎ আকাশ ঢেকে গেছে ঘন কালো মেঘে।
ভোরের শিশির হামাগুড়ি খায় কাদা মাটির সাথে
অমানিশার অন্ধকারে জন্ম নেয় হাজারো কোটি অভিমান
আকাশের ভেজা বিছানায় ঘুমিয়ে আছে ঈশ্বর।
ফসলের মাঠ অঙ্গীকার করছে কালো জ্যোৎস্নায়
রাত গভীর হলে পাখিরা উড়ে যায় আপন ভুবনে
বৃষ্টির টুং টাং শব্দে ভিজে যাচ্ছে দিগন্তের সবুজ বনানী।
চলন্ত ট্রেনের জানালা দিয়ে ছুটে আসছে শব্দ হীন বৃষ্টি
ভাদ্র মাস তবুও মাটির পৃথিবী জুড়ে বৃষ্টির কলতান
বাঁচার স্বপ্ন আছে, প্রকৃতির বুকে বেঁচে থাকার রসদ মানুষও পেয়ে গেছে।
*******
১৪ সেপ্টেম্বর ২০২৩