১
কালবৈশাখী
সেদিন চৈত্র মাস
দিনে আঁধার।
২
কালবৈশাখী
দোসর শিলাবৃষ্টি
নষ্ট মুকুল।
৩
সুখের চরে
থাবা দিয়েছে ঝড়
ফসল হানি।
৪
রুদ্র প্রকৃতি
বেসামাল জীবন
মাটিই সব।
৫
ছন্দে জীবন
আবার আসে ফিরে
হাসবে সূর্য।
*****