ক্ষমতা লড়াই দম্ভ
যুদ্ধের আর এক নাম
রক্তে ভেসে যায় দেশের মানুষ
তবুও যুদ্ধ থামে না।

মৃত্যুহীন প্রাণ -
মৃত্যু মিছিল অব্যাহত
সারা পৃথিবীর জুড়ে চলছে গণ কবর
চিতায় জ্বলছে সারি সারি লাশ।

পদাতিক সৈন এখন মূল্যহীন
আকাশ পথে যুদ্ধ বিমান
রকেট হানা, বিমান থেকে ফেলছে বোমা
ধ্বংস স্তূপে পরিণত হচ্ছে শহর থেকে গ্রাম।

যুদ্ধের কী খুব প্রয়োজন?
নিরীহ মানুষ মরছে শয়ে শয়ে
রক্তাক্ত পৃথিবী -
দম্ভ ক্ষমতায় অন্ধ হয়ে যুদ্ধ খেলায় মেতে উঠেছে স্বৈরতান্ত্রিক দেশ।

           *******

রচনাকাল  -
১৬ অক্টোবর ২০২৩