লক্ষ্মী মায়ের কৃপায় সবার
ফুটবে মুখে হাসি
সোনার ফসল আসবে ঘরে
দুঃখ হবে বাসি।

চোখের জল মুছে এবার
কৃষক যাবে মাঠে
সোনালী ধান উঠবে গোলায়
বেচবে সবাই হাটে।

দু'মুঠো ভাত খেয়ে সবাই
গাইবে মায়ের গান
জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী
সবই মায়ের দান।

হিমেল বাতাস শিউলি ফুল
শিশির ভেজা ভোর
লক্ষ্মী মায়ের আসন পাতা
খোলরে হৃদয় দোর।

লক্ষ্মী মায়ের চরণ তলে
দেবো অঞ্জলি ফুল
ঘরে ঘরে তোমার পুজোর
কেউ করবে না ভুল।

      ******

২৭ অক্টোবর ২০২৩