মা
দূর্গা
তোমার
দয়াতেই
নতুন সাজ।
দুবেলা আহার
মুখেই থাকে হাসি
সবই তোমার জন্যে।
আসছে মহালয়া তিথি
আগমনী গানে আবাহন  
পুজোর কদিন সব্বার ছুটি
গরীবও হাসে  ধনীদের সাথে  
মা দূর্গা দূর করো  যত অবিচার
অসুর দমন করে ধরায় আনো শান্তি
উৎসবে মেতে ওঠে  শহর  থেকে গ্রাম।

        *******

রচনাকাল -
২৯শে সেপ্টেম্বর ২০২৪