সময়কে আটকে রাখা যায় না
সেজন্যই বয়স বাড়বেই -
রঙিন দিনগুলো ক্রমশ ধূসর হবে
ক্যানভাসের উপর জমতে থাকবে ধূলো।

বসন্ত এলেই পাতা ঝরে যায়
জীবন থেকে ক্ষয়ে যাচ্ছে আয়ু
রোখবার পথ কেউ জানে না আজও
দখিনা হাওয়ায় বসন্ত আসে আবার চলেও যায়।

চৈত্রের দাবানলে পুড়ে ছাই যৌবনের হ্রদ
কালবৈশাখীর মেঘ নীরবে জমছে ঈশান কোণে
কখন ঝড় উঠবে কেউ জানে না -
বয়সও ছুটছে মৃত্যু পরোয়ানা হাতে নিয়ে।

              ******

রচনাকাল -
১লা এপ্রিল ২০২৫