সব পথ অবরুদ্ধ
অলস দুপুরেও ঘুম আসে
নিঃশব্দে চুরি হয় যৌবনের রোদ্দুর
ভেঙে যায় হৃদয়ের গোপন দেওয়াল।

ভুল ঠিকানায় বসে আছি সারা জীবন
অবরুদ্ধ পথে মাথা ঠুকেছে
পাথর ভেঙে যায়
কিন্তু অবরুদ্ধ পথে হাঁটতে পারি নি কখনও।

যৌবনের রোদ্দুর কুড়িয়ে বেঁচে থাকে মানুষ
থমকে দাঁড়িয়ে আছে মধ্যবিত্তের ভবিষ্যৎ
বন্ধ কলকারখানা জুড়ে মরা সভ্যতা -
বুকের পাঁজরে অসুস্থ কঙ্কাল ফিসফিস কথা কয়।

            *******

রচনাকাল -
১৮ই সেপ্টেম্বর ২০২৪