বড্ড অভাব ঘরে ঘরে
দু'মুঠো অন্ন দাও
লক্ষ্মী মাগো সবই জানো
বুকে টেনে নাও।

মাঠে মাঠে সোনার ফসল
তোমার কৃপায় ফলে
দু'হাত ভরে দাও মা ফসল
ডুবিও না আর জলে।

চাকরি বাকরি নেই তো দেশে
মুখে হতাশার ছাপ
শিক্ষিত বেকার ঘরে বাইরে
মাথায় দারিদ্র্যের চাপ।

অযোগ্য লোক চাকরি করে
জোছনা তাদের ঘরে
দুঃখ অভাব কাব্য লিখে
বেকার শুধুই মরে।

পূর্ণিমা চাঁদ ছড়ায় আলো
তোমার পুজো আজ
নতজানু হয়ে প্রণাম করি
দাও মা যে কোনো কাজ।

       ******

রচনাকাল -
১৬ই অক্টোবর ২০২৪