ব্যস্ত জীবন ব্যস্ত সময়
জীবন কর্মময়
তবুও মানুষ ক্রমে ক্রমে
শুধুই হচ্ছে ক্ষয়।

আকাশ জুড়ে রামধনু রঙ
কোথায় অধরা সুখ
ব্যস্ত জীবন ঠিকানা খোঁজে
মেটে না আজও ভুখ।

ভাঙছে শরীর বাড়ছে ক্ষত
তবুও ভুবন জয়
গরীব থাকলে পৃথিবী বাঁচবে
ওদের তো নেই ক্ষয়।

রাতের মিছিলে অলিখিত সুখ
জোনাকির খেলাঘর
শিশির ভেজা হিমেল হাওয়া
তবুও কঠিন জ্বর।

বসন্ত দিন উদাসী মেঘ
সেদিন চৈত্র মাস
অন্ধ আবেগে কাটে না জীবন
গরীবের হয় না জাত।

        ******

রচনাকাল -
২৭শে মার্চ ২০২৫