হাতের মুঠোয় স্বপ্নগুলো ধরা -
মুঠো খুলতেই দেখি এক মুঠো ছাই
শীতের হাওয়ায় কুঁকড়ে যায় অভুক্ত শরীর
গুম মেরে বসে আছে পোয়াতি রোদ্দুর।

সন্ধ্যা নেমেছে মাটির উঠোনে
বাঁকা চাঁদ উঁকি মেরে চলে যায়
রাত্তিরের আকাশ জুড়ে জোনাকির সংসার
জীবন থেকে হারিয়ে যাচ্ছে সংসারের সংগীত।

অধরা স্বপ্নগুলো মরে যায় ক্রমশ
বুকের মধ্যে পাথর ভাঙার অলীক শব্দ
হৃদ স্পন্দন থেমে যাচ্ছে মনে হয় -
হঠাৎ ঘুম ভেঙে যায়
দেখি মরা চাঁদ শুয়ে আছে আমারি পাশে।

        =====

রচনাকাল -
৬ই জানুয়ারি ২০২৫