চুপচাপ বসে আছে অতীত -
সময়ের স্রোতে ভেসে যেতে চাই অনন্তকাল
প্রাত্যহিক জীবনে নিঃসঙ্গতা গ্রাস করছে ক্রমশ
বিবর্ণ রোদ্দুর ভেঙে ভেঙে সন্ধ্যা নামে হৃদয়ের উঠোনে।
খড়কুটো কুড়িয়ে জমিয়ে রাখি জোনাকির সংসারে
রাত্তিরটি বড্ড অসহায় মনে হয় -
চাঁদের জোছনায় ফাগুন ফিরে আসে
অতীত ইতিহাস খুঁড়ে লাভ লোকসানের হিসাব করে কী হবে?
ছন্দহীন জীবনের গল্প শুনে কী লাভ?
শীত চলে যাবার পদধ্বনি শোনা যায় বাতাসের গন্ধ থেকে
রংচটা শরীরে উত্তাপ খুঁজে পাই না -
দগদগে ক্ষত থেকে চুঁইয়ে পড়ছে নীরব অভিমান।
*******
রচনাকাল -
১০ ফেব্রুয়ারী ২০২৪